সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি: উপজেলার মাধপুর – সাঁথিয়া সড়কের বোয়াইলমারী নামক স্থানে সোমবার (৯ জানুয়ারি ২০২৩) রাত ১০ টার দিকে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ শিক্ষার্থীর করুন মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন উপজেলার গৌরিগ্রাম ইউনিয়নের বন্দিরাম চর গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে রুবেল হোসেন (২২) ও ইউনুস আলীর ছেলে যুবরাজ (১৬)।
আহত আলমাস রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন আছে।
নিহত রুবেল পাবনা এডওয়ার্ড কলেজে অনার্স পড়ুয়া ছাত্র ছিল ও যুবরাজ এ বছর এসএসসি পাস করেছে।
স্থানীয়রা জানান, সোমবার রাত ১০টার দিকে পাবনা বানিজ্য মেলা দেখে ফেরার পথে বোয়াইলমারী বাজার পার হয়ে মোড়ে হঠাৎ করে সামনে কুকুর এসে পড়লে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়।
স্হানীয়রা তাদের উদ্ধার করে পাবনা হাসপাতালে নেয়ার পথে যুবরাজ ঘটনাস্থলে মারা যায়। রুবেল ও আজিজলকে পাবনা জেনারেল হাসপাতালে প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে রাজশাহী নেবার পথে রুবেল মারা যায়। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।