আসলাম ইকবালঃ
টিভি কনটেন্ট এর যুগে টেলিফিল্ম এখন খুব একটা দেখা যায় না। তবে একটু ব্যতিক্রম; চলচ্চিত্র প্রযোজক সামসুল আলম একটি টেলিফিল্ম প্রযোজনা করেছেন। ‘তুমি আমার মাথা ব্যাথা’ শিরোনামে টেলিফিল্মটি আজ ৮ ফেব্রুয়ারী বেলা ৩টা ১৫.০০ মি. চ্যানেল আই এর পর্দায় দেখা যাবে। ফ্যামিলি ড্রামা নির্ভর এই গল্পের চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ফিরোজ আলম দুলাল।
টিভি দর্শকরা এই টেলিফিল্মটি বিকেলে দীর্ঘ সময় বসে চ্যানেল আইতে দেখতে পাবেন। এতে অভিনয় করেছেনঃ শাহেদ শরীফ খান, নাদিয়া আফরিন মিম, মিলি বাশার, সেরিন ইসলাম, লিটন খন্দকার, সামসুল আলম ও সান আহমেদ। টেলিফিল্মটি চিত্রগ্রহণ করেছেন-সোহাগ শরীফ।
প্রযোজক সামসুল আলম ইদানিং তার ইউটিউব চ্যানেলের জন্যে অনেক নাটক ও ওয়েব সিরিজ নির্মান করছেন। ইউটিউব চ্যানেলটি অনেক আগেই মনিটাইজেশন হয়েছে। তার ইউটিউব চ্যানেলের নাম এসএপি মাল্টিমিডিয়া।