উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে হামদ নাত ও কেরাত প্রতিযোগিতায় ৩৬ জন বিজয়ী 

সোমবার, এপ্রিল ১৭, ২০২৩

 

 

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

মিরসরাই উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে হামদ নাত ও কেরাত প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়। সোমবার দুপুর ২ টায় মিরসরাই উপজেলা পরিষদ মিলনায়তনে পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও মডেল মসজিদের উপদেষ্টা আলহাজ্ব জসিম উদ্দিন। উপজেলা নির্বাহী অফিসার ও মডেল মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাহফুজা জেরিনের সভাপতিত্বে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগীতায় হামদ নাত ও কেরাত প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেন অতিথিরা।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন, আবুতোরাব ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিকুল ইসলাম নিজামী, মিরসরাই মডেল মসজিদ পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক নুরুল আলম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কেএম সাঈদ মাহমুদ, মিরসরাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভূঁইয়া, সাংবাদিক নাছির উদ্দীন, মিরসরাই উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের খতিব আরিফুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা সুপারভাইজার মোকাম্মেল হক, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মাঈন উদ্দিন প্রমুখ।

সকাল ১০ টা থেকে মডেল মসজিদে হামদ নাত ও কেরাত প্রতিযোগিতা শুরু হয়। ৩ টি বিষয়ে ৩৬ জন বিজয়ীকে সম্মাননা ক্রেস্ট, সনদ, সবার জন্য রজনীগন্ধা ফুল ও কেন্ডির দেওয়া হয়।

পুরুষ্কার পাওয়ার পর বিজয়ীদের মুখে উচ্ছ্বাসের হাসি ফুটে উঠে