মিরসরাইয়ে দুটি ফিলিং স্টেশন কে পৃথক অপরাধে ২ লাখ টাকা জরিমানা 

মঙ্গলবার, মে ২, ২০২৩

 

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুটি ফিলিং স্টেশন কে পৃথক অপরাধে ২লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার ২ মে বিকালে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান।

মোবাইল কোর্ট পরিচালনা করে জোরারগঞ্জ থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত মেসার্স ফেবো ফিলিং স্টেশন এর অগ্নি প্রতিরোধ ও অগ্নি নির্বাপণ ব্যাবস্থা পর্যবেক্ষণ করে তা সন্তোষজনক না হওয়ায়এক লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়া, মিরসরাই থানাধীন মেসার্স গুলিস্তান ফিলিং স্টেশনকে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যাতীত এলপিজি গ্যাস মজুদ ও বিক্রির দায়ে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

এ সময় মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ইমাম হোসেন উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান জানান,

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।