আবুল কাশেম জামালপুর প্রতিনিধিঃ
জামালপুর সদর উপজেলায় কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে তাদের আটক করে নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ। আটককৃতরা হলেন, নরুন্দি হাজিপাড়া এলাকার মনির উদ্দিনের ছেলে আনার (১৬) ও মো. রনি (১৮), আশরাফ আলীর ছেলে মো. মিনহাজ (১৩),
মজিবর মিয়ার ছেলে আকিজুল ইসলাম (১৫) ও লাল মিয়ার ছেলে নাহিদ হাসান (১২)।
পুলিশ ও স্থানীয় ভাবে জানা যায় শনিবার দুপুরে স্থানীয় বন্দরৌহা চন্দেরচক এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এরশাদ আলীর ছেলে আয়াতের সাথে স্থানীয় হাফিজুর রহমানের ছেলে সৈকত (১৬) এর কথা-কাটাকাটি হয়। সেই জের ধরে ওই দিন সন্ধ্যায় আয়াত তার দলবল নিয়ে সৈকত ও তার চাচাতো ভাইদের উপর হামলা করে।
এসময় নরুন্দি চন্দেরচক এলাকার রকিবুল ইসলামের ছেলে সাজ্জাদুল রহমান শুভ (১৯) ও মৃত বাহার উদ্দিনের ছেলে সাইদুল ইসলাম (১৭) কে গলায় ও পায়ে ছুরিকাঘাত করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। কিশোর গ্যাংয়ের হামলায় এসময় সৈকতসহ ওই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে মাহিনও (১৪) আহত হয়। হামলা কারীদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে এবং কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে আটক করে পুলিশেকে সংবাদ দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে ৫ কিশোরকে আটক করে।
গুরুত্বর আহতবস্থায় শুভ ও সাইদুলকে ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে স্থানীয় লোকজনরা।
নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন জানান , কিশোর গ্যাংয়ের হামলার ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আটককৃত ৫ কিশোরকে আদালতে প্রেরণ করেন।