মো:রায়হান।। ব্রাহ্মণবাড়িয়া ঢাকা সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোল প্লাজায় পৃথক পৃথক অভিযানে ২০০ পিস ইয়াবা, ২৭৮বোতল ফেনসিডিল ও ১৪ কেজি গাঁজাসহ চারজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাহিদ আহম্মেদ জানায় ১১ জুলাই বৃহস্পতিবার ভোর থেকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একাধিক টিম তল্লাশি শুরু করেন। সকাল সাড়ে ছয়টার সময় ইয়াছিন ও মাইনুদ্দীন নামের দুজনকে ২০০পিস ইয়াবা, ২৭৮ বোতল ফেনসিডিল ও কালো রং এর একটি প্রবক্স গাড়িসহ আটক করে।
সকাল সাতটার দিকে একটি নোহা মাইক্রোবাস তল্লাশি করে জয়নাল আবেদীন নামের একজনের কাছ থেকে ১০ কেজি গাঁজা ও সাড়ে সাতটার দিকে সাগর নামের একজনের কাছ থেকে ৪ কেজি গাঁজা সহ আটক করে পুলিশ। আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে তাদের নামে মামলা করা হয়।