অবিলম্বে সরকারের পদত্যাগ, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ বন্দিদের মুক্তি দাবিতে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির পেছনে গণ-অবস্থান করছেন ১২ দলীয় জোটের নেতাকর্মীরা।
আজ বুধবার বেলা ১১টা থেকে এই গণ-অবস্থান শুরু হয়। জোটের সমন্বয়ক ও জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে এবং জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদার পরিচালনায় গণ-অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বিভিন্ন দলের নেতাকর্মীরা।