জাতির সংবাদ ডটকম।।
সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাতের সাবেক স্ত্রী ও ই-কর্মাস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাবেক সভাপতি অভিনেত্রী শমী কায়সারকে মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়ে নিশ্চিত করেছেন,উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।
অভিনেত্রী শমী কায়সাকে গ্রেপ্তারের বিষয়ে,পুলিশ কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, ছাত্র-জনতার আন্দোলনের সময় একজন আহত হওয়ার ঘটনায় উত্তরা পূর্ব থানায় শমী কায়সারের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা হয়েছিল। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে উত্তরা পূর্ব থানায় হস্তান্তর করা হবে।