জাতির সংবাদ ডটকম।।
‘আগামী নির্বাচনে আমরাই জয়লাভ করব।’ আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে নির্বাচনে হারানোর মতো কোনো শক্তি নেই ।
মঙ্গলবার নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোশাররফ-ফজিলাতুন্নিছা ফাউন্ডেশন বৃত্তি প্রদান অনুষ্ঠানে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এ সময় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘ঐক্যই আওয়ামী লীগের বড় শক্তি। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে নির্বাচনে কোনো শক্তি নেই যা আওয়ামী লীগকে হারাতে পারে।’
বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তারা নির্বাচনে আসতে ভয় পায়। পরাজয় নিশ্চিত জেনে তারা পথ হারিয়ে পদযাত্রায় নেমেছে। তারা আন্দোলনে ব্যর্থ, নির্বাচনেও ব্যর্থ। তাদের আন্দোলনে নেতাকর্মী ছাড়া সাধারণ জনগণ তাদের সঙ্গে নেই। বিএনপির আন্দোলনে সাধারণ জনগণের সঙ্গে কোনো সম্পর্ক নেই।’
এসময় ‘বিএনপি নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে পথ হারিয়ে পদযাত্রায় নেমেছে’ বলেও মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আমরাই জয়লাভ করবো ইনশাআল্লাহ। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাধারণ জনগণ রয়েছে। জনগণ যাদের সঙ্গে থাকবে তারাই সফল হবে। জনগণ যাদের ভোট দেবে তারাই ক্ষমতায় আসবে।’
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আনম সেলিম, বসুরহাট পৌরসভার মেয়র ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহামন বাদল প্রমুখ।
পরে ২৩টি সরকারি উন্নয়ন প্রকল্প এবং কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নতুন কার্যালয়ের উদ্বোধন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।