তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বর্তমান সরকার প্রশাসনকে কখনো দলীয়করণ করেনি, করারও পরিকল্পনা নেই। জাতীয় পার্টি (জাপা) ও বিএনপি আমলে প্রশাসনকে দলীয়করণ করা হয়।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘জেলা প্রশাসকদের সঙ্গে বসা সরকারের নিয়মিত একটি কার্যক্রমের অংশ। তাদের মাধ্যমেই সরকারের কাজগুলো বাস্তবায়ন হয়। প্রশাসনের কর্মকর্তাদের এসএসবির মাধ্যমে নিজেদের যোগ্যতা অনুযায়ী উত্তীর্ণ হয়েই পদে বসতে হয়। যারা বসেছেন তারা যোগ্যতা অর্জন করেই বসেছেন। আমরা কোনো দলীয়করণ করিনি বরং বিএনপি এবং এরশাদের সময়ে দলীয়করণ হয়েছে।’
হাছান মাহমুদ বলেন, ‘জেলা পর্যায়ে অনেক অনিবন্ধিত অনলাইন পোর্টাল, আইপি টিভি এবং ইউটিউব চ্যানেল রয়েছে। যেগুলো বিভিন্ন সময়ে গুজব ছড়ায়। আমরা ১৭০ টির বেশি অনলাইন, একই সংখ্যার প্রিন্ট পত্রিকার পাশাপাশি বেশ কিছু টিভি চ্যানেলকেও নিবন্ধন দিয়েছি।’