জাতির সংবাদ ডটকম।।
আজ (মঙ্গলবার) গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভা ভাসানী অনুসারী পরিষদের কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক এড. হাসনাত কাইয়ূম, জেএসডির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজুসহ কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ।
সভায় গত ২৯ জুলাই যুগপৎ আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে ঢাকার প্রবেশমুখে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি থেকে ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, কেন্দ্রীয় সদস্য ড. ইউসুফ সেলিম এবং নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক সজীবকে গ্রেফতার এবং মিথ্যা মামলায় ড. ইউসুফ সেলিমের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান নেতৃবৃন্দ। ড. সেলিমের মুক্তির দাবিতে আগামী ৫ আগষ্ট ঢাকায় বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয়া হয়।
সভায় গণতন্ত্র মঞ্চের প্রতিষ্ঠা এবং সংগ্রামের এক বছর উপলক্ষ্যে আগামী ৮ আগষ্ট সমাবেশ ও মিছিল এবং ৯ আগষ্ট মতবিনিময় সভার কর্মসূচি ঘোষণা করা হয়।