গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি চৌধুরী এমদাদুল হক-এর মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক

সোমবার, ফেব্রুয়ারি ৬, ২০২৩

জাতির সংবাদ ডটকম।। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং গোপালগঞ্জ জেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হক- এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।

 

প্রতিমন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

 

শোকবার্তায় সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, চৌধুরী এমদাদুল হকের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ একজন আদর্শবান ও নিবেদিতপ্রাণ রাজনীতিককে হারালো।

 

উল্লেখ‍্য, বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হক (৮৪) আজ সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)৷ মৃত্যুকালে তিনি তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।