
জাতির সংবাদ ডটকম।।
পৃথিবীতে চিরস্থায়ী শান্তি স্থাপন করতে মানুষে মানুষে হিংসা-বিদ্বেষ কমাতে হবে; জাতিসংঘে প্রধানমন্ত্রীর এ বক্তব্য বিশ্বের ১৯৩টি দেশ গ্রহণ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
বুধবার সকালে রাজধানীর বাসাবোর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার অডিটোরিয়ামে ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে বৌদ্ধ ধর্ম ও বৌদ্ধ সার্কিট উন্নয়ন’ বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।
এ কে আব্দুল মোমেন বলেন, শেখ হাসিনা তার বাবার মতোই শান্তির জন্য জাতিসংঘে একটি ভিশন নির্ধারণ করে দিয়েছেন। বঙ্গবন্ধুর এ আদর্শ অনুসরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তির জন্য যথেষ্ট উদ্যোগ নিয়েছেন। এমনকি জাতিসংঘের শান্তি রক্ষায় বাংলাদেশ রোল মেডেল। শান্তি রক্ষায় বর্তমানে বাংলাদেশে এক নম্বর অবস্থানে রয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বুদ্ধ সার্কিট ডেভেলপমেন্ট বাংলাদেশ ও ভারতের বুদ্ধদের মাঝে আরও ভালো সম্পর্ক স্থাপন করবে। যা দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করবে।