জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটি ঘোষণা

বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২, ২০২৩

জাতির সংবাদ ডটকম।।

জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি ঢাকা মহানগর দক্ষিণের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেনের সুপারিশক্রমে এ কমিটি অনুমোদন করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব এবং জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা এমপি।

 

বুধবার (১ ফেব্রুয়ারী ) জাতীয় পার্টির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত দলটির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

মোঃআজিজুল হুদা চৌধুরী সুমন কে আহ্বায়ক এবং এইচ এম রনি কে সদস্য সচিব করে – জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি

ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

 

১. আহ্বায়ক- মোঃআজিজুল হুদা চৌধুরী সুমন

২. যুগ্ম আহ্বায়ক – মোঃ নুরুজ্জামান

৩. যুগ্ম আহ্বায়ক – ডাঃ মোঃ আলফাজ উদ্দিন শাহ

৪. যুগ্ম আহ্বায়ক- লায়ন মেহেদি আজাদ

৫. যুগ্ম আহ্বায়ক – এস কে বিপ্লব

৬. যুগ্ম আহ্বায়ক – হাজী মোঃ আব্দুল হাকিম

৭. যুগ্ম আহ্বায়ক – মোঃ ইউসুফ আলী

৮. যুগ্ম আহ্বায়ক – দ্বীন ইসলাম দিপু

৯. সদস্য সচিব – এইচ এম রনি

১০. সদস্য – মোঃ যদি আমিন এপোলো

১১. সদস্য- মোঃ গোলাম নবী লিটু

১২. সদস্য – মোঃ ফারুক মুন্সি

১৩. সদস্য – হাজী মোঃ কামাল হোসেন

১৪. সদস্য – মোঃ নাসির উদ্দিন

১৫. সদস্য – মোঃ জাহিদ হোসেন রুহানি

১৬. সদস্য – মোঃ হাসিব খাঁন শান্ত

১৭. সদস্য – মোঃ মিন্টু আহাম্মেদ

১৮. সদস্য – মোঃ ইসরাফিল মজুমদার

১৯. সদস্য – মোঃ ইলিয়াস বেপারি

২০. সদস্য – মোঃ মাসুদ রানা মাসুদ

২১. সদস্য – মোঃ রুমেল হোসেন সোহাগ

২২. সদস্য – মোঃ আমির হোসেন পাখি

২৩. সদস্য – মিসেস নারগিস আক্তার

২৪. সদস্য – মোঃ শহিদ খান

২৫. সদস্য মোঃ জুয়েল চৌধুরী

২৬. সদস্য – মোঃ শফিকুল ইসলাম শফিক

২৭. সদস্য – মোঃ আবুল হোসেন

২৮. সদস্য – মোঃ নাজিম মৃধা

২৯. সদস্য – মোঃ মাসুম আহমেদ

৩০. সদস্য – মোঃ আল আমিন

৩১. সদস্য – মোঃ রাজা সরদার

৩২. সদস্য – মিসেস পারভীন আক্তার

৩৩. সদস্য – মিসেস রুজিনা আক্তার

৩৪. সদস্য – মোঃ জাভেদ

৩৫. সদস্য – মোঃ আক্তার ইমাম বাপ্পি

৩৬ সদস্য – মোঃ আগা জাফর

৩৭. সদস্য – মিসেস কান্তা নূর

৩৮. সদস্য – মোঃ সুমন আহমেদ

৩৯. সদস্য – মোঃ শাহ আলম

৪০. সদস্য – মোঃ জনি

৪১. সদস্য – মোঃ রাসেল ইব্রাহিম

৪২. সদস্য – মোঃ বাবলু

৪৩. সদস্য – মোঃ জামাল শেখ

৪৪. সদস্য – মোঃ রায়হানুজ্জামান

৪৫. সদস্য – মোঃ আরিফুল ইসলাম বাদশা

৪৬. সদস্য – মোঃ নবী হোসেন

৪৭. সদস্য – মোঃ কাজী সিরাজ

৪৮. সদস্য – মোঃ ইকবাল

৪৯. সদস্য – মোঃ শরিফুল ইসলাম সেলিম

৫০.সদস্য – মোঃ রানা

৫১.সদস্য – মোঃ মাহবুব হোসেন রাজিব