৩য় নামাজে জানাজা শেষে চট্টগ্রাম-৮ আসনের জাতীয় সংসদ সদস্য, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোছলেম উদ্দিন আহমদের গরীবুল্লাহ শাহ মাজারস্থ কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় জমিয়তুল ফালাহ মাঠে তার তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে দল-মত নির্বিশেষে সহস্্রাধিক লোক অংশ গ্রহণ করেন।
নামাজে জানাজায় ইমামতি করেন জমিয়তুল ফালাহ মসজিদের খতিব মাওলানা আবু তালেব। জানাজা-পূর্ব এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য রাখেন ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি, জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইলসাম আমিন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এমএ ছালাম, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, চসিক মেয়র এম রেজাউল করিম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, বিএনপি নেতা ও সাবেক মেয়র মীর নাছির উদ্দীন, জাতীয় পার্টি নেতা সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলহাজ খোরশেদ আলম সুজন, চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টিজের সভাপতি মাহবুবুল আলম, এড. নজরুল ইসলাম এমপি, আতাউল্লাহ এমপি, সিডিএ চেয়ারম্যান এম. জহিরুল আলম দোভাষ, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, দক্ষিণ জেলার মোতাহেরুল ইসলাম চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সম্পাদকম-লীর সদস্য বদিউল আলম, চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মুজাফ্ফর আহমদ, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আমিনুর রহমান ও জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।
জমিয়তুল ফালাহ মাঠেও বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয়।
এর আগে, গতকাল সোমবার সকালে আওয়ামী লীগের ২৩ বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রথম জানাজার পর বেলা ২টায় বিমান বাহিনীর একটি হেলিকপ্টারযোগে বোয়ালখালীর কধুরখীল উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর মরদেহ আনা হয়। বোয়ালখালীর গোমদ-ী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
এতে বোয়ালখালীর হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। এসময় তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয়।
সেখানে জানাজা শেষে তাঁকে নিয়ে যাওয়া হয় তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক কার্যালয় ১২২ আন্দরকিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের অফিসে। রাতে তাঁর কফিন রাখা হয় লালখান বাজারের বাসায়।
উল্লেখ্য, রোববার দিবাগত রাত পৌনে একটার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বর্ষীয়ান রাজনীতিবিদ। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ৪ কন্যা, একমাত্র ভাই, আত্মীয়-স্বজন ও অসংখ্য রাজনৈতিক শুভানুধ্যায়ী রেখে গেছেন।