জাতির সংবাদ ডটকম।।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। (মঙ্গলবার) রাতে গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।১৯৬৪ সালে ডিএমসি থেকে এমবিবিএস ও ১৯৬৭ সালে বিলেতের রয়্যাল কলেজ অব সার্জনস থেকে জেনারেল ও ভাস্কুলার সার্জারিতে এফআরসিএস প্রাইমারি পরীক্ষায় উত্তীর্ণ হন। কিন্তু চূড়ান্ত পর্ব শেষ না করে মুক্তিযুদ্ধে অংশ নিতে দেশে ফিরে আসেন।বীর মুক্তিযোদ্ধা জাফরুল্লাহ চৌধুরী চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্র সংসদের প্রথম জিএস ডা. এমএ মবিনকে নিয়ে আগরতলার বিশ্রামগঞ্জের মেলাঘরে হাবুল ব্যানার্জির আনারস বাগানে গড়ে তোলেন প্রথম ফিল্ড হাসপাতাল- ‘বাংলাদেশ ফিল্ড হাসপাতাল’।স্বাধীন বাংলাদেশে গড়ে তুলেন গণস্বাস্থ্য হাসপাতাল। আমৃত্যু তিনি সত্যের সাধক ছিলেন। কোনও রক্তচক্ষু কে তিনি পরোয়া করতেন না,যা সত্য সেটা তিনি নিঃসংকোচে বলে দিতেন। এমন একজন দেশপ্রেমিক বীরযোদ্ধা আমাদের কে অভিভাবকহীন করে চলে গেলেন। উনার মৃত্যুতে যে শূণ্যতার সৃষ্টি হয়েছে তা অপূরণীয়। বাংলাদেশ কল্যাণ পার্টির পক্ষ থেকে এই মহান ব্যাক্তিত্বের মৃত্যুতে সশ্রদ্ধ শোক ও গভীর সমবেদনা জানাই। আমরা উনার শোক সন্তপ্ত পরিবারবর্গ, উনার শোকাহত শুভানুধ্যায়ীদের প্রতি জানাই সমবেদনা, আশা করছি আল্লাহ আপনাদেরকে সেই শোক সইবার শক্তি দিবেন।মহান আল্লাহ উনাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন। একজন জাফরুল্লাহ চৌধুরী আমাদের পথচলার অনুপ্রেরণা হয়ে থাকবেন।