জাতির সংবাদ ডটকম।।
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এতে করে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসাবে জিএম কাদেরের দায়িত্ব পালনে আর কোনো বাধা থাকল না।
রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ হাইকোর্টের আদেশ চ্যালেঞ্জ করে জাপা নেতা জিয়াউল হক মৃধার করা লিভ টু আপিল আবেদন খারিজ করে দেন।
জিএম কাদেরের আইনজীবী মো. অজিউল্লাহ বলেন, সুপ্রিম কোর্টের আদেশের ফলে জিএম কাদেরের জাতীয় পার্টির চেয়ারম্যান পদে দায়িত্ব পালনে আইনগত কোনো বাধা নেই।
জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা গত বছরের ফেব্রুয়ারিতে তার আইনজীবী হেলাল উদ্দিনের মাধ্যমে লিভ টু আপিল আবেদন করেন।
রিট আবেদনে গত বছরের ৫ ফেব্রুয়ারি জিএম কাদের দলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে পারবেন হাইকোর্টের দেওয়া ওই আদেশ স্থগিত করার আবেদন জানানো হয়। একই সঙ্গে জিএম কাদেরের আদেশ কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।