জাতির সংবাদ ডটকম।।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ড্যাফোডিল ইসলামিক সেন্টার ও কুল্লিয়াতুল কুরআনিলকারীম ওয়াদ দিরসাতিল ইসলামিয়াহর যৌথ উদ্যোগে আজ ৩ নভেম্বর ২০২৪ তারিখে দুই দিনব্যাপী (নভেম্বর ৩-৪) ‘সুন্নাহ কনফারেন্স বাংলাদেশ ২০২৪’ শুরু হয়েছে। আজ ০৩ নভেম্বর ২০২৪ রবিবার সকাল ৯-০০ মিনিটে ড্যাফোডিল স্মার্ট সিটি, বিরুলিয়া, সাভার ঢাকায় বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে এ সুন্নহ সম্মেলনের উদ্বোধন করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিন এম্বাসেীর ডেপুটি হেড জিয়াদ হামাদ, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শামছুল আলম ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম লূৎফর রহমান ও উপ-উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুব-উল-হক মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুন্নাহ সম্মেলনের অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান ড. মোহাম্মদ মনজুরে এলাহী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড্যাফোডিল ইসলামিক সেন্টারের উপ-পরিচালক মোঃ ছফিউল্ল্যাহ ও আয়োজক কমিটির সদস্য মোহাম্মদ মোস্তফা আামির ফয়সল।
এই কনফারেন্সে ৪০ টি গবেষনা পত্র উপস্থাপন করা হচ্ছে। এছাড়া সুন্নাহ ও আধুনিক বিজ্ঞান সেশন নিচ্ছেন দেশ ও দেশের বাহিরে অনেক গবেষক। দেশ এবং দেশের বাহিরে থেকেও অনেক গবেষক এখানে অংশগ্রহন করছে। এই সম্মেলনের মূল বিষয়গুলোর মধ্যে আছে-ওহী ও ইসলামী শরীয়তের উৎস হিসাবে আস-সুন্নাহ কুরআন ও সুন্নাহর মধ্যে পারস্পরিক সম্পর্ক, সুন্নাহর প্রামাণিকতার বিভিন্ন দিক, সুন্নাহ অস্বীকারকারীদের সংশয়সমূহ ও তার জবাব, সুন্নাহ ও আধুনিক বিজ্ঞান
মুসলিম জীবনে আল-কুরআন ও আস-সুন্নাহর প্রয়োাজন ও গুরুত্ব তুলে ধরা এই সম্মেলনের লক্ষ্য ও উদ্দেশ্যগুলোর মধ্যে একটি। এছাড়াও আল-কুরআন ও আস-সুন্নাহর খেদমতে বিভিন্ন যুগে মুসলিম স্কলারদের অবদান তুলে ধরা শরীয়তের উৎস ও ওহী হিসাবে সুন্নাহর কর্তৃত্ব প্রতিষ্ঠিত করা, কুরআন ও সুন্নাহর মধ্যকার সম্পর্ক তুলে ধরা, সুন্নাহর বিরুদ্ধে যে সকল ভ্রান্তি ও সংশয় ছড়ানো হচ্ছে সেগুলোর ওপর বিশ্লেষণাত্মক আলোচনা ও গবেষণামূলক উত্তর প্রদান করাও এই সম্মেলনের লক্ষ্য।
ইমাম বুখারী ট্রাস্ট, বাংলাদেশের স্বনামধন্য উলামায়ে কেরাম ও বিশিষ্ট শিক্ষাবিদদের সমন্বয়ে গঠিত একটি প্রতিষ্ঠান যা শিক্ষা, ইসলামী দাওয়াহ ও সমাজ উন্নয়নমূলক নানামূখী র্কমসূচি বাস্তবায়ন করে চলে। কুল্লিইয়াতুল কুরআনিল কারীম ওয়াদ-দারিসাতিল ইসলামিয়্যাহ, বিশুদ্ধ ধারার একটি উচ্চতর ইসলামী শিক্ষা, গবেষণা ও দাওয়াহ প্রতিষ্ঠান। উচ্চ মাধ্যমিক, ব্যাচলের ও মার্স্টাস পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গণ্য হবে। বর্তমানে ঢাকার উত্তরায় এর অস্থায়ী ক্যাম্পাস অবস্থতি। সেখানে আরবী ভাষা ও সানাবিয়্যাহ পর্যায়ের ক্লাস ২০২২ সাল থেকে শুরু হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, মহানবী হযরত মুহম্মদ (সা.)- এর সুন্নাহ পালনের কোনো বিকল্প নাই। আমাদের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করা অতি গুরুত্বপূর্ণ। সুন্নাহকে জিন্দা করার জন্য আমাদের সারাজীবন প্রয়াস চালাতে হবে। সুন্নাহ যদি জীবিত থাকে বে’দাত াবদুরিত হয়ে যাবে, তৌহিদ ডদি প্রতিষ্ঠা করতে পারি ‘শিরিক, বিদুরিত হয়ে যাবে। তিনি বলেন, আমাদের সমাজে সুন্নতের নামে বে’দাত টলছে, তৌহিদের নামে ‘শিরিক’ চলছে। এটাকে ডিপ্রিসিয়েশন করে সত্যিকারের সুন্নাহ মানুষের মাঝে, মানুষের জীবন ধারায় আমাদের প্রতিষ্ঠা করতে হবে। ইসলামের শত্রæরা ঐক্যবদ্ধ হয়ে থাকলেও, মুসলিম বিশ^ এখনো নিজেদের মধ্যে বিভেদ ভুলতে পারে না। এই জন্য বিশে^র বুকে মুসলিম ভাই-বোনেরা নির্যাতনের শিকার হচ্ছে। তাই আমাদেরকে ইসলামের বিভিন্ন বিষয়াদি নিয়মিত গবেষণা ও মহানবী (সা.) এর সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করতে হবে। এই চমৎকার আয়োজন আমাদেরকে বিভেদ ভুলে নতুন চিন্তা জাগ্রত করবে ইনশাল্লাহ।
ক্যাপশনঃ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ড্যাফোডিল ইসলামিক সেন্টার ও কুল্লিয়াতুল কুরআনিল কারীম ওয়াদ দিরসাতিল ইসলামিয়াহর যৌথ উদ্যোগে আয়োজিত ‘সুন্নাহ কনফারেন্স বাংলাদেশ ২০২৪’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।