ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গৌরীপুরে সুরেশ্বর দরবার শরীফে ঈদুল আজহা উদযাপন

বুধবার, জুন ২৮, ২০২৩

 

নিজস্ব প্রতিনিধি।

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে সৈয়দ নূরে আফতাব পারভেজ নূরী আল সুরেশ্বরীর নূর মহল দরবার শরিফে চাঁদের হিসেবে সৌদি আরবের সাথে মিল রেখে  বুধবার ( ২৮ জুন ) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে ।

 

এ উপলক্ষে সুরেশ্বর নূর মহল দরবার শরীফে ঈদুল আজহা উদযাপন ও ঈদের জামাতের সকল প্রস্ততি নেয়া হয়েছে। ধর্মপ্রাণ মুসুল্লীদের সুষ্ঠুভাবে জামাতে নামাজ আদায়ের জন্য আগের দিন থেকে সব ধরনের প্রস্ততি নেওয়া হয়েছে। বুধবার সকাল ৯টা ১৫ মিনিটে নূর মহল দরবার শরীফ মাঠে ঈদুল আযহার প্রধান  জামাত অনুষ্ঠিত হয়। উক্ত ঈদুল আযহার জামাতে ইমামতি করেন হালুয়াঘাট নিবাসী হাফেজ মাওলানা ইব্রাহিম শেখ। নামাজ শেষে তিনি সারা বিশ্বের মুসলিম উম্মাহর জন্য দোয়া করেন।

 

স্থানীয় সুরেশ্বর দরবার শরীফের গদিনশীন সৈয়দ শাহ নূরে আফতাব ( বাবা পারভেজ নুরী ) বলেন, প্রতিবছর সৌদি আরবের সাথে মিল রেখে  এবং চাঁদের হিসেবে বাংলাদেশের একদিন পূর্বে ঈদ উদযাপন করা হয়। উক্ত ঈদের জামাতে তিনশত এর অধিক নারী পুরুষ অংশ গ্রহণ করেন। ঈদের জামাত শেষে মেহমাদের বিভিন্ন রকমের খাবার পরিবেশন করা হয়।