বর্তমান সরকার শ্রমিকদের জীবনমানের উন্নয়ন ঘটিয়েছে-ডেপুটি স্পীকার

সোমবার, মে ১, ২০২৩

এমএ হাই,সাঁথিয়া(পাবনা) সংবাদদাতা: 

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার শামসুল হক টুকু, এমপি বলেন, বর্তমান সরকার শ্রমিকদের ন্যায্য অধিকার বেতন-ভাতা বৃদ্ধি ও জীবনমানের উন্নয়নের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। সরকার সকল শ্রমিকের শ্রমের যথাযথ মূল্যায়নের মাধ্যমে পর্যায়ক্রমে ঐতিহাসিক মে দিবসের দাবি পূর্ণ বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছেন। বর্তমান সরকার শ্রমিকদের জীবনমানের উন্নয়ন ঘটিয়েছেন।

সোমবার সাঁথিয়ায় জাতীয় শ্রমিক লীগ সাঁথিয়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত মহান মে দিবস-২০২৩ পালন উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন ।

 

ডেপুটি স্পীকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শ্রমিকদের যথাযথ মজুরি পরিশোধে নির্দেশনা দিয়েছিলেন, “শ্রমিকের ঘাম শুকানোর আগেই তাঁর মজুরি পরিশোধ করতে হবে”। তাঁর দর্শন ছিল “শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে”। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গার্মেন্টস-শ্রমিকদের মজুরি দফায় দফায় বৃদ্ধির নির্দেশনা দিয়েছেন এবং তাঁদের মজুরি আগের তুলনায় কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে, চা শ্রমিকসহ অন্যান্যদের মজুরি বৃদ্ধি করেছে বর্তমান সরকার।

উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোল্লা হুুমায়ন কবিরর, সভাপতিত্বে র্্যালী পরবর্তি আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাসান আলী খান,সাঁথিয়া পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু,সাঁথিয়া উপজেলা আ’লীগের সাবেক সভাপতি রবিউল করিম হিরু,সাঁথিয়া সিএন্ডজি শ্রমিক মালিক এসোসিয়েশনের সভাপতি,মানিক মিয়া রানা,সাঁথিয়া উপজেলা বাস মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন ও সেলিমা সুলতানা শিলা, সাঁথিয়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আ:লতিফ প্রমুখ।