বাংলাদেশ জাতীয়তাবাদী তৃণমূল দল এর ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী

শুক্রবার, ফেব্রুয়ারি ১০, ২০২৩

 

জাতির সংবাদ ডটকম।।
শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টন ভাসানী ভবন মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী তৃণমূল দল এর ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

আলোচনা সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী তৃণমূল দলের সভাপতি হানিফ বেপারীর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ ভূইয়া মানিক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

 

আরো বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক এডভোকেট আল ফাত্তাহ খান, নূরূল আজম, নজরুল ইসলাম, জহিরুল হক চৌধুরী, আব্দুল মতিন, শাহ আলম, এম এ মান্নান হাওলাদার, আমান উল্লাহ, রবিন, নাসির, দেলোয়ার,  প্রমূখ।