বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফাউন্ডেশন এর কমিটি পুর্নগঠন : কামাল উদ্দিন সভাপতি এবং রাকিব সম্পাদক

শনিবার, জুলাই ১২, ২০২৫

জাতির সংবাদ ডটকম 

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফাউন্ডেশন এর কমিটি পুর্নগঠন : কামাল উদ্দিন সভাপতি এবং রাকিব সম্পাদক ।

শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফাউন্ডেশন (বিআরজেএফ)এর উদ্যোগে কমিটি পুর্নগঠনের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে মোহাম্মদ কামাল উদ্দিন আহম্মেদকে সভাপতি এবং গিয়াস উদ্দিন (রাকিব) কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি পুর্নগঠন করা হয়।

সহ সভাপতি: বেলায়েত হোসেন, নিজাম উদ্দিন (দরবেশ নিজাম), ফয়জুল্লাহ মানিক।
যুগ্ম সম্পাদক : জসিম মেহেদী,  রাসেল আহমেদ।
সাংগঠনিক সম্পাদক : কাজী ফখরুল ইসলাম।
কোষাধ্যক্ষ : মোহাম্মদ রফিকুল ইসলাম দুলাল।
দপ্তর সম্পাদক : মো : বেলায়েত হোসেন তালুকদার (বিল্লাল)।
ক্রিড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক : একরামুল হোসেন (পারভেজ)
আইন বিষয়ক সম্পাদক :অ্যাডভোকেট আবুজাফর ছিদ্দিক।
মহিলা বিষয়ক সম্পাদিকা: সানজিদা আক্তার শবনম।
মফস্বল বিষয়ক সম্পাদক : আলী আশরাফ।
সদস্য : ফাহমিদা নাসরিন, সৈয়দ সাইফুল করিম।