বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল এর স্মৃতির প্রতি পরিবেশমন্ত্রীর শ্রদ্ধা

শনিবার, আগস্ট ৫, ২০২৩

 

 

জাতির সংবাদ ডটকম:

বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪ তম জন্মবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো: শাহাব উদ্দিন।

পরিবেশমন্ত্রী আজ শনিবার ধানমণ্ডি আবাহনী ক্লাব প্রাঙ্গণে স্থাপিত বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা নিবেদন করেন। এর পূর্বে তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আয়োজিত র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

 

এসময় মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, সচিব ডক্টর ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব(প্রশাসন) ইকবাল আবদুল্লাহ হারুন; পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আব্দুল হামিদ, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো: আমীর হোসাইন চেীধুরী এবং মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর ও সংস্থার উর্ধতন কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।