সুনামগঞ্জের জগন্নাথপুরে বোমা থাকতে পারে- এমন সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। রোববার (৮ জানুয়ারি) ভোর থেকে উপজেলার আশারকান্দি ইউনিয়নের ফেচির গ্রামের ওই বাড়িটি ঘিরে রাখা হয়েছে। বোমা পরীক্ষার জন্য ঘটনাস্থলে বোম ডিস্পোজাল ইউনিট পাঠানো হয়েছে।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও মিডিয়া) রিপন কুমার মোদক ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সন্দেহভাজন একটি জায়গা আমরা আমাদের ফোর্স দিয়ে নিয়ন্ত্রণে রেখেছি। ঘটনাস্থলে এখন বোম ডিস্পোজাল ইউনিট গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে। বিস্তারিত সংবাদ সম্মেলন করে জানানো হবে।