দিলীপ কুমার দাস ময়মনসিংহ।
ময়মনসিংহের ফুলপুরে ( ১৪ মে ) সকাল সাড়ে আটটার দিকে উপজেল স্বাস্থ্য কমপ্লেক্সে এক মানসিক ভারসাম্যহীন তরুণী (২০ ) স্বাভাবিক প্রসবে দুটি যমজ কন্যা সন্তানের জন্ম দেন।
উক্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর জানান, ওই মানসিক ভারসাম্যহীন তরুণী এক বছর ধরে শহরের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতেন। মাস খানেক আগে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয় তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো. তপু রায়হান রাব্বি তাকে হাসপাতালে নিয়ে আসেন। আল্ট্রাসনোগ্রাফি করার পর ওই নারী অন্তঃসত্ত্বা বলে জানতে পারি। রোববার ভোরে প্রসব ব্যথায় কাতরাতে থাকলে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। সকাল সাড়ে ৮টার দিকে তিনি যমজ কন্যা সন্তানের জন্ম দেন।
তাক্ওয়া অসহায় সেবা সংস্থার সভাপতি মো. তপু রায়হান রাব্বি বলেন, বাচ্চা দুটির ওজন কম হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তারা সেখানে এনআইসিইউতে ভর্তি আছেন।
ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম সাজ্জাদুল হক বলেন, দুই নবজাতকের সহায়তার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।