মির্জা আজম এমপির পিতা মির্জা আবুল কাশেম এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ

বুধবার, মে ২৪, ২০২৩

আবুল কাশেম জামালপুর প্রতিনিধি।।

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বিশিষ্ট সমাজসেবক ও বহু শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সফল ব্যবসায়ী, উপজেলার বালিজুড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপির পিতা মির্জা আবুল কাশেম এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ (বুধবার, ২৪ মে)।

 

আলহাজ্ব মির্জা আবুল কাশেম ১৯২৯ সালের ০৮ অক্টোবর জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সুখনগরী গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহন করেন। একজন সফল ব্যবসায়ী হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেন তিনি। ২০১১ সালে ২৪ মে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মির্জা আজমের পরিবারের পক্ষ থেকে তার পিতার জন্য সকল আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন।

 

তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ (বুধবার) গ্রামের বাড়িতে কোর আন খানি, মিলাদ,ও দোয়া মহফিল অনুষ্ঠিত হবে।