মির্জা আব্বাস ও সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল গ্রেপ্তার

মঙ্গলবার, অক্টোবর ৩১, ২০২৩

 

জাতির সংবাদ ডটকম।।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে রাজধানীর শহীদবাগ এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের দুটি টিম।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় গ্রেপ্তারের পর তাদের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) খন্দকার নুরুন্নবী। তিনি জানান, পুলিশ হত্যা মামলাসহ তারা একাধিক মামলার আসামি। এ ধরনের অপরাধে জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। এরই ধারাবাহিকতায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় মির্জা আব্বাসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর মঞ্জুরুল ইমামের আদালতে তার জামিন বাতিল করে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

২০১৯ সালে দুর্নীতি দমন কমিশন (দুদক) মির্জা আব্বাসের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এ মামলা করে।