 
                                                ওবায়দুল হক খান।।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মেহেরপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন আজ ১০ জুলাই সোমবার বিকাল তিনটায় মেহেরপুর শামছুজ্জোহা পার্কে অনুষ্ঠিত হয়।
সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন এমপি।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম এ খালেক , সংগঠনের সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, কার্যনির্বাহী সদস্য আদনান সুমন। সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক মোঃ আরিফুল ইসলাম সোবাহান, সঞ্চালনা করেন সদস্য সচিব বারিকুল ইসলাম লিজন।
এসময় আরও উপস্থিত ছিলেন কাউন্সিলর, ডেলিগেট, অতিথি সহ উপজেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী।
 
              