জাতির সংবাদ ডটকম।।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবির মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী।
শুক্রবার (২ জুন) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবার নয়াপল্টনে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ থানা বিএনপির নেতাকর্মীরা অংশ নেন। আর মিছিলে নেতৃত্ব দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মিছিল থেকে নেতাকর্মীরা খালেদা জিয়া মুক্তির দাবিতে স্লোগান দেন। এছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে থাকা মামলা প্রত্যাহারের দাবিও জানান।