জাতির সংবাদ ডটকম।। আজ সকাল ১০টায় রাঙ্গামাটি বনবিভাগের প্রধান কার্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো: শাহাব উদ্দিন এমপি।
এ সময় বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরী, চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাস, রাঙ্গামাটি অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ মিজানুর রহমান, গণপূর্ত বিভাগের রাঙ্গামাটি সার্কেল তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কিউ এম মোঃ শাহজালাল মজুমদার, গণপূর্ত বিভাগ রাঙ্গামাটির নির্বাহী প্রকৌশলী অনিন্দ্য কৌশলসহ বন বিভাগের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় মন্ত্রী সাংবাদিকদের বলেন, সকলের সাথে আলাপ আলোচনা করে পার্বত্য চট্টগ্রামে নতুন করে বন সৃজন করার উদ্যোগ নেয়া হবে। তিনি বলেন পাহাড়ে প্রচুর সামাজিক বনায়ন ও মিশ্র ফল বাগান সৃষ্টি হয়েছে। আমরা চাই পরিবেশ রক্ষায় এ অঞ্চলে আরো বাগান সৃষ্টি হোক এজন্য বন ও পরিবেশ মন্ত্রণালয় সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বলে জানান মন্ত্রী।
উল্লে খ্য, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অর্থাযনে গণপূর্ত বিভাগ প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে বনবিভাগের এ নতুন ভবনের নির্মাণ কাজ সম্পন্ন করবে।