শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী উদ্ধার

শনিবার, অক্টোবর ২৫, ২০২৫

জাতির সংবাদ ডটকম।। 

শ্রীমঙ্গল থেকে অপহৃত আলোচিত রীমা রানী সরকার (১২) কে উদ্ধার করেছে র‌্যাব ও পুলিশ। এ ঘটনায় ভিকটিম রীমার মাসীসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে।

গত ২৯ সেপ্টেম্বর দূর্গাপূজার সময় অঞ্জলী দিতে গিয়ে শহরের আর,কে মিশন রোড থেকে নিখোঁজ হয় ভিকটিম। এ ঘটনায় ওই রোডের বাসিন্দা ভিকটিমের পিতা মতিলাল বিশ্বাস কমলগঞ্জ উপজেলার কাঠালকান্দি গ্রামের বদরুল সহ তিন জনের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় অপহরনের মামলা দায়ের করেন।

পুলিশ ঘটনার পর ওই আসামীদের গ্রেফতার করে কোন তথ্য না পেয়ে সিসি টিভি ফুটেজ বিশ্লেষন করে ও ধারাবাহিক অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে ভিকটিমের খালা প্রিয়াংকা সরকারের ফোনের কল রেকর্ড বিশ্লেষন করে ভিকটিমের অবস্থান সনাক্ত করা হয়।

সেই সূত্রে জানা যায় সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার ধরাধরপুর এলাকার শিল্পী সরকার ওরফে শিল্পী বেগম ও তার স্বামী মোবারক মিয়া ভিকটিমকে ভাড়া বাসায় আটক করে রেখেছে। তদন্তে জানা যায় শিল্পী সরকার ওরফে শিল্পী বেগম ভিকটিমের আপন খালা। বিগত দুই বছর আগে শিল্পী সরকার মোবারক মিয়ার সাথে প্রেমের সম্পর্কে ধর্মান্তরিত হয়ে মোবারক মিয়াকে বিবাহ করেন।

পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভিকটিমকে প্রলোভন দেখিয়ে তারা তাকে অপহরন করে সিলেট নিয়ে যায়। ঘটনার পর ভিকটিমের মা রিমার বিষয়ে শিল্পী সরকারকে অবগত করেন। কিন্তু তারা রিমার বিষয়ে কোন কিছু জানেন না বলে তাদের তখন জানিয়েছিলেন। অথচ তাদের বাসা থেকেই ভিটটিমকে গত ২৪ অক্টোবর উদ্ধার করে র‌্যাব ও পুলিশ।

শনিবার দুপুরে শ্রীমঙ্গল থানায় এক প্রেসব্রিফিং করে উল্লেখিত তথ্য জানান শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো.আমিনুল ইসলাম।