সংযুক্ত আরব আমিরাত মিরসরাই সমিতির ইফতারে বাংলাদেশের জন্য সাফল্য ও সমৃদ্ধি কামনা

সোমবার, এপ্রিল ১০, ২০২৩

 

নুরুল আলম, মিরসরাইঃ
সংযুক্ত আরব আমিরাত মিরসরাই সমিতির উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ এপ্রিল) বাংলাদেশ সমিতির শারজা বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন মীরসরাই সমিতি ইউএই সভাপতি মোঃ সাইফুল ইসলাম। মীরসরাই সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিরসরাই সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মাজাহার উল্লাহ মিয়া। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাবেক সভাপতি নুরুল আলম, উপদেষ্টা সালাউদ্দিন হেলাল।

আরো বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আবু সাঈদ, উপদেষ্টা নুরুদ্দিন, নাসিরুদ্দিন, মোবারক হোসেন মাসুদ,জসিম উদ্দিন ভূইয়া, মোরশেদুল আলম, সিনিয়র সহ-সভাপতি নুরুল আনোয়ার, সহ সভাপতি সালাউদ্দিন লিটন,সহ-সভাপতি মোশারফ হোসেন রিপন, সহ-সভাপতি হানিফ খোকন, যুগ্ন সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক নূর মোহাম্মদ, যুগ্ন সম্পাদক হামদু চৌধুরী,কোষাধ্যক্ষ মাইনুদ্দিন।

আলোচনা শেষে সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ফখরুল ইসলাম খান সিআইপি ও সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাজহার উল্লাহ মিয়া, নুর উদ্দিন ও সিরাজুল ইসলামের হাতে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন । ইফতারের পূর্ব মুহূর্তে বাংলাদেশের সাফল্য ও সমৃদ্ধি কামনা করে দোয়া মুনাজাত করা হয়।