জাতির সংবাদ ডটকম।।
আজ বিকাল ৪টায় সিদ্দিকবাজার বিস্ফোরণে এলাকায় ক্ষতিগ্রস্তদের সাথে সহমর্মিতা জানান নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে মান্না বলেন, সরকারের উদাসীনতায় দেশে এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটছে। এগুলোর সুষ্ঠু তদন্ত হয় না, তদন্তের বা বিশেষজ্ঞদের কোনো সুপারিশ কখনও মানা হয় না।
আমাদের নিজেদের এখন খুব বেশি প্রয়োজন সকল মহলে যথেষ্ট সচেতনতা, বিশেষজ্ঞদের পরামর্শে নিজেদের ভবন, বাসা, কারখানা- এক কথায় সকল কিছুর মান কেমন থাকতে হবে, করতে হবে, তা সরকারকে বাস্তবায়ন করতে বাধ্য করা।
এ-সময় নাগরিক ঐক্যের নেতাকর্মীগণ তার সাথে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।