সাবেক মন্ত্রী আফছারুল আমীনের মৃত্যুতে পরিবেশমন্ত্রীর শোক

শুক্রবার, জুন ২, ২০২৩

 

জাতির সংবাদ ডটকম।।

চট্টগ্রাম -১০ আসনের সংসদ সদস্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও নৌপরিবহন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ডা. আফছারুল আমীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি।

 

আজ এক শোকবার্তায় মন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

 

মন্ত্রী বলেন, আফছারুল আমীনের মৃত্যতে দেশ একজন সৎ, দেশপ্রমিক ও নিষ্ঠাবান রাজনীতিবিদকে হারালো। তিনি আজীবন দেশ ও মানুষের জন্য অনুকরণীয় কর্মের দৃষ্টান্ত রেখে গেছেন।

 

উল্লেখ্য, শুক্রবার বিকেলে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭২ বছর বয়সে ডা. আমীনের ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি ওয়া রাজেউন) ।