দিলীপ কুমার দাস ময়মনসিংহ।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম ডা. মজিবুর রহমান ফকিরের ৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহের গৌরীপুর স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে মঙ্গলবার বিকালে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট এহতেশামুল আলমের সভাপতিত্বে ও গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহার সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।
আরো বক্তব্য রাখেন, প্রবীণ আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ ডা. মতিউর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রফিক, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শরীফ হাসান অনু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কদ্দুস, উপজেলা আওয়ামী লীগের সাবেক ( ভারপ্রাপ্ত ) সভাপতি ডা. হেলাল উদ্দিন আহমেদ,
জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুল ওরফে ( ভিপি বাবুল ) , উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ম. নুরুল ইসলাম ও ইকবাল হোসেন জুয়েল, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ ও আব্দুল মুন্নাফ প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রয়াত সাংসদ বীরমুক্তিযোদ্ধা মুজিবুর রহমান ফকিরের আত্নার মাগফেরাত কামনা করে এক মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশানুল আলম।