
জাতির সংবাদ ডটকম।।
সিএনজি অটোরিক্সার ভাড়া অতিরিক্ত দাবির অভিযোগে চালকদের বিরুদ্ধে ৫০ হাজার টাকা জরিমানা, ৬ মাসের জেল ও মামলা রুজু করার নির্দেশের প্রতিবাদ
১৩ ফেব্রুয়ারি ২০২৫ইং রোজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত ঢাকা জেলা সিএনজি অটোরিক্সা মিশুক চালক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সিএনজি অটোরিক্সা সরকারি আইন মিটারে ভাড়া না চালালে ৫০ হাজার টাকা জরিমানা অন্যথায় ৬ মাসের জেল, পুলিশী হয়রানি বন্ধ, ঢাকা শহরে সকল প্রকার অবৈধ সিএনজি নিষিদ্ধ, ব্যাটারী চালিত অটোরিক্সা প্রধান সড়কে চলতে পারবে না এবং ঢাকা শহর সিএনজি অটোরিক্সা মিটারে চালানোর অযোগ্য শহর, অবিলম্বে মিটারে ভাড়ায় চলাচল বন্ধের দাবিতে আসাদ গেট, কলেজ রোড, সোহরাওয়ার্দী হাসপাতালের সামনের মেইন রাস্তা অবরোধ এবং ট্রাফিক ডিসি বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় বক্তব্য রাখেন ঢাকা জেলা মিশুক চালক শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন দুলাল, হাসান শেখ, মোহাম্মদপুর থানার সভাপতি বাহাদুর শিকদার, সাধারণ সম্পাদক সালাউদ্দিন মোতালেব, মো. সালেম, নুরু মিয়া, মো. ফারজু, মো. গিয়াস উদ্দিন, মো. মকবুল হোসেন, মো. মমিন পাটোয়ারী, মো. শামছুল আলম প্রমুখ।
আগামীকাল বেলা ৩.০০টায় খিলগাঁও চৌরাস্তায় জমায়েত ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন খিলগাঁও, যাত্রাবাড়ী, মুগদা, বাসাবো, সবুজবাগ ও রামপুরা থানার কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ চালক-শ্রমিক নেতৃবৃন্দ এবং অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিক্সা শ্রমিক ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।