জাতির সংবাদ ডটকম।।
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠলো সিরাজগঞ্জে ক্রিকেটের সবচেয়ে বড় আসর সিরাজগঞ্জ প্রিমিয়ার লিগ (এসপিএল) টি-২০ সিজন-৪।
সোমবার সকালে সিরাজগঞ্জ ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম মোস্তাফা সোহাগের সভাপতিত্বে সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার।
টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়।
এ সময়ে আন্তর্জাতিক মানের মধ্য দিয়ে এসপিএল’র আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে তানভীর শাকিল জয় বলেন, ‘এটি আমাদের সিরাজগঞ্জবাসীর জন্য গর্বের। এই আয়োজনের সঙ্গে সম্পৃক্ত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আশা করি, এবারের আসর সফলভাবে সম্পন্ন হবে সেই সঙ্গে জেলাবাসী মহা আনন্দে মেতে উঠবে।
উদ্বোধন ম্যাচে অংশগ্রহণ করেন সিরাজগঞ্জ টাইগার্স বনাম সিরাজগঞ্জ লায়ন্স। উদ্বোধনী খেলায় টস জিতে বলের সিদ্ধান্ত নেন সিরাজগঞ্জ লায়ন্স। টসে হেরে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৬ রানের টার্গেট দেন সিরাজগঞ্জ টাইগার্স। জবাবে ১২.১ ওভারে ১ উইকেট হারিয়ে জয়লাভ করেন সিরাজগঞ্জ লায়ন্স। দলীয় ৩৬ বলে ৭৮ রান করে ম্যাচ সেরা হন সদ্য হাবিবুর রহমান সোহান।
উদ্বোধনী দিনে বিপুল সংখ্যক দর্শক খেলা দেখতে মাঠে উপস্থিত হন। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট মোট ৬টি দল অংশ নিচ্ছে।
আজকের উদ্বোধন ম্যাচে আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, পুলিশ সুপার মো. আরিফুর রহমান মন্ডল, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য্য, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাত আরা তালুকদার হেনরী, জেলা ক্রীড়া অফিসার মো. মাসুদ রানা, দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান গোলাম মোস্তফা আরও অনেকে।