ওবায়দুল হক খান: সিদ্দিক বাজারে ভয়াবহ বিস্ফোরণে হতাহতের উদ্ধারে ও জরুরী রক্ত দানের জন্য বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর উদ্যোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিনামূল্যে রক্ত দান কার্যক্রম চালু করেছে। সেই সাথে আহতদের সেবা কার্যক্রম চালু করেছে। ২৪ ঘন্টা এ কার্যক্রম চলবে। জরুরী প্রয়োজনে যোগাযোগ করুনঃ 01716031506 (স্বেচ্ছাসেবক লীগ নেতা রাজু), । স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা আফজালুর রহমান বাবু ভাই সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ দুর্ঘটনাস্থল পরিদর্শন করে হতাহতদের উদ্ধারে অংশ নেন। সেই সাথে তিনি তৎক্ষনিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্বেচ্ছাসেবক লীগ উদ্যোগে আহতদের জন্য বিনামূল্যে রক্ত দানের কার্যক্রম চালু করেন। সেই সাথে আহততের উদ্ধার ও সেবা কার্যক্রম চালু করেন।