জাতির সংবাদ ডটকম।।
দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম বলেছেন, স্মার্ট বাংলাদেশের অভীষ্ট লক্ষ্য অর্জনে দেশের নাগরিকদের চিন্তা চেতনা ও কর্মযোগে স্মার্ট মানসিক হতে হবে। একটি দেশ ও জাতি শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়ন দিয়ে এগিয়ে যেতে পারে না উল্লেখ করে তিনি বলেন, টেকসই উন্নয়নের জন্য নাগরিকদের চিন্তা ভাবনা ও দিকদর্শন গুরুত্বপূর্ণ, যেখানে পাঠ্যাভ্যাস ও সাহিত্যচর্চা সহায়ক হতে পারে। বিষয়টি অনুধাবনে নিয়ে আমাদের বিজ্ঞান-প্রযুক্তিমনস্ক পাঠক ও লেখক সৃষ্টির আন্দোলন বেগবান করতে হবে।
তিনি আজ ২০ মার্চ সকালে কাকরাইলে আইডিইবি ভবন সোস্যাল গার্ডেনে আইডিইবি’র মুখপত্র সমাজ ও প্রযুক্তি বিষয়ক পত্রিকা কারিগর ৫০ বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত কারিগর লেখক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সাইফুল আলম বলেন, মুক্তিযুদ্ধের চেতনা চর্চার বিষয়টি কারিগরে স্পষ্টভাবে ফুটে উঠেছে।
এ চেতনাচর্চা অব্যাহত রেখে কারিগরকে আরো গণমুখী করার প্রয়াস গ্রহণসহ প্রযুক্তিমুখী জাতি গঠনে নিরলসভাবে কাজ করা পরামর্শ দেন।
কারিগর এর সম্পাদক ও আইডিইবি’র সভাপতি এ কে এম এ হামিদের সভাপতিত্বে লেখক সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৫০জন লেখক অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কারিগরের নির্বাহী সম্পাদক মুক্তিযোদ্ধা মোঃ ইদরীস আলী এবং সূচনা বক্তব্য রাখেন কারিগর এর সম্পাদনা পরিষদের সদস্য ও আইডিইবি’র সাধারণ সম্পাদক মোঃ শামসুর রহমান।
এছাড়া, দেশের বিভিন্ন প্রান্ত থেকে যোগ
দেয়া লেখকবৃন্দ মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন।