অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে সুষ্ঠু তদন্ত প্রয়োজন: মির্জা ফখরুল

বুধবার, নভেম্বর ২৬, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বাউলদের ওপর হামলা ন্যক্কারজনক ঘটনা। আমরা এর তীব্র নিন্দা জানাই। বাউলরা বাংলাদেশের আবহমান গ্রামীণ সংস্কৃতির বাহক। তাদের ওপর হামলা উগ্রবাদী ও ধর্মান্ধ চক্রের কাজ বলে মনে করি। এটি কোনোভাবে গ্রহণযোগ্য নয়।’

বুধবার বিকালে ঠাকুরগাঁও জেলা বিএনপির নতুন ভবন উদ্বোধন শেষে মির্জা ফখরুল এই আহ্বান জানান।

তিনি বলেছেন, কড়াইল বস্তিতে কয়েক হাজার মানুষ বাস করেন। অগ্নিকাণ্ডে তারা নিঃস্ব হয়ে গেছেন। এটি দরিদ্র মানুষের ওপর এক চরম আঘাত।

তিনি আরঔ বলেন, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে সুষ্ঠু তদন্ত প্রয়োজন। যদি কেউ দায়ী থাকে, তাকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে।

এই অগ্নিকাণ্ডকে ষড়যন্ত্র মনে করছেন না বলে জানান বিএনপি মহাসচিব।

তিনি বলেন, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে—বিশেষ করে গার্মেন্টস ও ফ্যাক্টরি কারখানায়—অগ্নিনির্বাপক ব্যবস্থার ঘাটতি এবং আইন না মানার কারণে এ ধরনের দুর্ঘটনা বাড়ছে। যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকলে এসব ঘটনা এড়ানো অনেক সহজ‌।

এর আগে দুপুরের ঠাকুরগাঁও চৌরাস্তা বাউল সমর্থকরা মানববন্ধন করার জন্য জড়ো হলে তৌহিদী জনতা তাদের ধাওয়া করে ও হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হয়।