অঞ্জনাকে কুপ্রস্তাব, সাড়া না দিলে অভিনয় থেকে বাদ

বৃহস্পতিবার, মে ১, ২০২৫

বিনোদন ডেস্ক: রুপালি জগতের ঝলমলে আলোর অন্তরালে লুকিয়ে আছে আঁধার। এই অঙ্গনে কাজ করতে গিয়ে অনেক তারকা অভিনেত্রী কুপ্রস্তাব পেয়েছেন। ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা বসুও তার ব্যতিক্রম নন। তিক্ত সেই অভিজ্ঞতা ভক্তদের জন্য ভাগ করে নিয়েছেন।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন অপ্রত্যাশিত ঘটনার কথা খুলে বললেন অঞ্জনা। অতীতের একটি ঘটনা টেনে অভিনেত্রী বলেন, ‘রামকৃষ্ণ ও সারদা সিরিয়ালে যখন সুযোগ পাই, কাজ পাকা পাওয়ার পর ওই ধারাবাহিকের এক্সিকিউটিভ প্রযোজক আমাকে ফোন করেছিলেন। বলেছিলেন তার সঙ্গে রাত না কাটালে আমি নাকি সেই ধারাবাহিক থেকে বাদ পড়ব।’

অঞ্জনা স্পষ্ট জানিয়ে দেন, তিনি তা পারবেন না। প্রয়োজনে তারা তাকে বাদ দিতে পারেন।

অঞ্জনার কথায়, ওকে ফোনে জবাব দেওয়ার পর ছেলেকে জড়িয়ে ধরে কান্না করি। ওই লোকটার ভয়ে গ্রিনরুমে সারাক্ষণ দরজা বন্ধ করে থাকতাম। ওর কোনো কাজ আমি করিনি। তবে কারও সঙ্গে রাত না কাটিয়ে যে টালিউডে কাজ করা যায় সেটা বোঝাতে ওর একটি বিজ্ঞাপনে দ্বিগুণ টাকা নিয়ে কাজ করেছিলাম।

অভিনেত্রী জানান, সেই বিজ্ঞাপনের পারিশ্রমিক তিনি পুরো শরীরে বিছিয়ে ঘুমিয়েছিলেন সেই স্মৃতি ভুলতে।

তবে শুধু এই ঘটনাই নয়। এক আরও এক নামী পরিচালকের থেকেও এমন কুপ্রস্তাব পেয়েছিলেন তিনি।