অধিনায়কত্ব হারিয়ে কেন্দ্রীয় চুক্তিতে স্বাক্ষর করতে অস্বীকার রিজওয়ানের

বুধবার, অক্টোবর ২৯, ২০২৫

ক্রীড়া ডেস্ক: পাকিস্তানের তারকা উইকেটকিপার-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান ২০২৫-২৬ মৌসুমের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন কেন্দ্রীয় চুক্তিতে স্বাক্ষর করতে অস্বীকার করেছেন। কেন্দ্রীয় চুক্তির নতুন কাঠামো এবং অধিনায়কত্ব থেকে হঠাৎ সরানোর কারণে তার এই সিদ্ধান্ত নেওয়া বলে জানা গেছে।

পিসিবি সম্প্রতি কেন্দ্রীয় চুক্তিতে বড় ধরনের পরিবর্তন এনেছে। নতুন নিয়ম অনুযায়ী ক্যাটাগরি ‘এ’ বাতিল করা হয়েছে, যার ফলে রিজওয়ান, বাবর আজম ও শাহীন আফ্রিদি ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তরিত হয়েছেন। নতুন কাঠামোর আওতায় মোট ৩০ জন খেলোয়াড়কে সমানভাবে ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে।

রিজওয়ান পদনমনের কারণে অসন্তুষ্ট এবং তিনি চাইছেন সিনিয়র খেলোয়াড়দের জন্য ক্যাটাগরি ‘এ’ পুনঃপ্রবর্তন এবং অধিনায়কত্বে স্থিতিশীলতা নিশ্চিত করা হোক। তার অভিযোগ, নিয়মিত নেতৃত্ব পরিবর্তনের কারণে খেলোয়াড়দের ক্ষমতা সীমিত হচ্ছে।

এর আগে বাবর আজম ও রিজওয়ান ধারাবাহিকভাবে অধিনায়কত্ব থেকে সরানো হয়েছে এবং রিজওয়ান ২০২৪ সালের শেষ থেকে টি-টোয়েন্টি দলেও খেলেননি।

পিসিবি জানিয়েছে, নতুন কাঠামোর উদ্দেশ্য হলো ধারাবাহিক পারফর্মারদের পুরস্কৃত করা এবং তরুণ প্রতিভাদের সুযোগ দেওয়া। বিতর্ক সত্ত্বেও রিজওয়ানকে আগামী ৩ নভেম্বর থেকে শুরু হওয়া দক্ষিণ আফ্রিকা সিরিজের ১৬ সদস্যের ওডিআই স্কোয়াডে রাখা হয়েছে, যেখানে নেতৃত্ব দেবেন শাহীন আফ্রিদি।