অধ্যক্ষের ‘ভুলবশত’ অজুহাত! খুর্শিদ হাই স্কুল এন্ড কলেজে গুরুতর অনিয়মের অভিযোগ

বুধবার, নভেম্বর ১৯, ২০২৫

 

ত্রিপুরারী দেবনাথ তিপু,(হবিগঞ্জ)।।

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী খুর্শিদ হাই স্কুল অ্যান্ড কলেজে ভুয়া বিল, ভাউচার তৈরি, স্বাক্ষর জালিয়াতি, তহবিল গায়েবসহ একাধিক অনিয়মের তথ্য উঠে এসেছে। প্রতিষ্ঠানটির অ্যাডহক কমিটির সভাপতি ও উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকারের স্বাক্ষর জাল করে বিল, ভাউচার তৈরি করা হয়েছে এমন নানা আলামত ইতোমধ্যেই পাওয়া গেছে।
অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানের মার্কেটের দোকানগুলোর ভাড়ায় কারসাজি করা হয়েছে। যেখানে ৪/৫ হাজার টাকার দোকান মাত্র ৬০০ টাকায় ভাড়া দেওয়া হয়। এছাড়া ইউএনওর স্বাক্ষর ছাড়াই বিল উত্তোলন, নিয়োগ বাণিজ্য, অবৈধ লেনদেন, শিক্ষকদের নিয়মিত বেতন না দেওয়া এবং বিদ্যালয়ের ব্যাংক হিসাব থেকে অর্থ উত্তোলনে গুরুতর অস্বচ্ছতা দেখা গেছে। সব মিলিয়ে প্রতিষ্ঠানের ভেতরে অনিয়ম যেন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
অধ্যক্ষ মোহন মিয়া নিজেকে দায়মুক্ত করে বলেন, “এগুলো ভুলবশত হয়েছে।” তবে স্বাক্ষর জাল করে বিল উত্তোলন কি কখনো ভুলবশত হতে পারে এমন প্রশ্ন উঠেছে সংশ্লিষ্টদের মধ্যে। শিক্ষাপ্রতিষ্ঠানের অভ্যন্তরে এমন জালিয়াতি চলতে থাকলে শিক্ষার্থীরা কী নৈতিক শিক্ষা পাবে তাও প্রশ্নবিদ্ধ।

এ বিষয়ে অ্যাডহক কমিটির সভাপতি ও উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার বলেন, “এখানে স্পষ্টতই আমার স্বাক্ষর জাল করা হয়েছে। এর বিরুদ্ধে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেম জানান,এবিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযোগগুলোর তদন্ত দাবি করছেন অভিভাবক ও স্থানীয় সচেতন মহল।