অনুরাগের বর্ষবরণ আয়োজনে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ সহ অতিথি আসন আলোকিত করবে যারা

সোমবার, জানুয়ারি ১২, ২০২৬

 

বিনোদন প্রতিবেদক।।

ইংরেজি নববর্ষ উদযাপনে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে অনুরাগ সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। আগামী ২৩ জানুয়ারি সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে অনুরাগ সামাজিক-সাংস্কৃতিক সংগঠন’ এর এই আসর। এতে উপস্থিত থাকবেন শিল্পী, সাহিত্য, সংস্কৃতি ও গণমাধ্যম অঙ্গনের গুণীজনরা। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। প্রধান বক্তা থাকবেন কিংবদন্তি অভিনেতা মেগাস্টারখ্যাত আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, সাংস্কৃতিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি রেজা উদ্দিন স্টালিন, মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি। রবিউল ইসলাম নয়ন, সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ঢাকা মহানগর দক্ষিন। ডাঃ তৌহিদুর রহমান আউয়াল
সহ সভাপতি, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।
শামীম মাহমুদ, সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা মহানগর দক্ষিণ। রবিন খান, সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা মহানগর পশ্চিম। সোহেল রশিদ, কবি ও অভিনেতা। মিলন, কবি ও কথাসাহিত্যিক। পাশাপাশি চলচ্চিত্র অভিনেত্রী রুবিনা আলমগীর অনুষ্ঠান সভাপতিত্ব করবেন। আগামী ২৩ জানুয়ারি জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটির আলোচনা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সাংস্কৃতিক কর্মযজ্ঞের মধ্য দিয়ে নববর্ষের এই আয়োজন শিল্পানুরাগিদের হৃদয় ছুঁয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন চলচ্চিত্র অভিনেত্রী রুবিনা আলমগীর।