জাতির সংবাদ ডটকম।।
অন্তর্বর্তীকালীন সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ আজ সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তাঁর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
প্রদত্ত শোকবাণীতে নেতৃদ্বয় বলেন, মরহুম এ এফ এম হাসান আরিফ সুপ্রীম কোর্টের একজন প্রাজ্ঞ আইনজীবি ছিলেন। তিনি ২০০৮ সালে গঠিত তত্ত্বাবধায়ক সরকারেরও অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছিলেন। বাংলাদেশ সরকারের এটর্নি জেনারেল হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। নিষ্ঠা ও সাহসিকতার সাথে দায়িত্বপালনে তৎপর থাকতেন। তাঁর মত একজন গুণী ব্যাক্তিকে হারিয়ে আমরা শোকাহত। মহান রাব্বুল আলামীনের দরবারে তাঁর জন্য মাগফিরাত কামনা করছি। মরহুমের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।