ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহের মুক্তাগাছায় অপহরনের ১১দিন পর আনন্দমোহন কলেজের এক মেয়ে শিক্ষার্থীকে উদ্ধার করল ২ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন। গত ৯ জানুয়ারি ওই ছাত্রী কলেজে যাওয়ার সময় শহরের মুন সিনেমা হলের সামনে থেকে তাকে তুলে নিয়ে যায় অপহরনকারীরা। এব্যাপারে ছাত্রীর মা বাদি হয়ে মুক্তাগাছা থানায় অহরণ মামলা দায়ের করেন এবং মেয়েকে উদ্ধারের জন্য ২ এপিবিএন’র অধিনায়ক বরাবর আবেদন করেন। এপিবিএন এর একটি আভিযানিক দল গত ২০ জানুয়ারি ওই ছাত্রীকে উদ্ধারসহ একজনকে আটক করেন। ২ এপিবিএন’র প্রেসনোটের মাধ্যমে এই তথ্য জানানো হয়।
প্রেসনোটে জানাযায়, মুক্তাগাছা উপজেলার বাঁশাটি ইউনিয়নের মন্ডলসেন গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মোঃ জাহাঙ্গীর আলম (৩৮) ৭ বছর আগে অপহৃত শিক্ষার্থীর বড় বোনকে বিয়ে করে। বিয়ের পর থেকেই বিভিন্ন সময় ওই শিক্ষার্থীকে কু প্রস্তাব দিত। কু প্রস্তাবে রাজি না হওয়ায় বোন জামাই জাহাঙ্গীর গোপনে ওই শিক্ষার্থীর মোবাইল ফোন থেকে আপত্তিকর কিছু ছবি নিয়ে তাকে ব্ল্যাক মেইল করে শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দেয়। এ বিষয়ে প্রতিকার চেয়ে ২ এপিবিএন বরাবর আবেদন করেন। ২এপিবিএন আসামি জাহাঙ্গীরকে গ্রেফতার করে মুক্তাগাছা থানায় সুপর্দ করে। শিক্ষার্থী বাদি হয়ে মুক্তাগাছা থানায় পর্ণোগ্রাফি আইনে মামলা করে, পরে পুলিশ তাকে জেল হেফাজতে পাঠায়। বিবাদি মামলা হতে জামিন নিয়ে বাদীকে মামলা তুলে নিতে বিভিন্ন ভাবে হুমকি দেয়। মামলা তুলে না নেওয়ায় গত ০৯ জানুয়ারি সকালে শহরের মুন সিনেমা হলের সামনে থেকে বাদীকে তুলে নিয়ে যায় জাহাঙ্গীরের লোকজন। ২ এপিবিএন’র সাইবার ক্রাইম তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ১১দিন পর শহরের ঢলুয়াবিল এলাকা থেকে প্রথমে জাহাঙ্গীরকে গ্রেফতার এবং আসামীর কথামতো ওই শিক্ষার্থীকে উদ্ধার করে। আসামীকে মুক্তাগাছা থানায় সুপর্দ করা হয়। ২ এপিবিএন এর অতিরিক্ত ডিআইজি আলী আহমদ খান স্বাক্ষরিত প্রেসনোটে এ তথ্য জানানো হয়।