অভিনেত্রী কেয়া পায়েলের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন তৌহিদ আফ্রিদির

বৃহস্পতিবার, আগস্ট ২৮, ২০২৫


‎মোঃ মোহন আলী।।

‎আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে ঘিরে বিতর্ক যেন থামছেই না। এবার তার ব্যক্তিগত জীবনের এক সময়কার প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন তার বন্ধু তানভীর রাহী। একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে সাক্ষাৎকারে রাহী জানান, অভিনেত্রী কেয়া পায়েলের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন তৌহিদ আফ্রিদি।


‎রাহী বলেন, “আমি অনেক আগেই শুনেছি, পায়েল আপুর সঙ্গে আফ্রিদির সম্পর্ক ছিল। সেটা কতটুকু গভীর ছিল জানি না, তবে সম্পর্ক ছিল—এটাই শুনেছিলাম।”


‎এর আগেও আফ্রিদির প্রেম নিয়ে নানা গুঞ্জন শোনা গেছে। অভিনেত্রী দিঘীর সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে আলোচনায় ছিলো সামাজিক যোগাযোগমাধ্যম। যদিও বারবারই তিনি তা বন্ধুত্ব বলে এড়িয়ে গেছেন।

‎তবে সব জল্পনার অবসান ঘটিয়ে গত বছরের নভেম্বরে রিসা নামের এক তরুণীকে বিয়ে করেন তৌহিদ আফ্রিদি। সেই সংসারও এখন আলোচনার কেন্দ্রে। সম্প্রতি ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, গ্রেপ্তারের সময় আফ্রিদি বলছেন—তার স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা।

‎বিয়ের এক বছর না পেরোতেই নানা বিতর্কে জড়িয়ে পড়েছেন এই ইউটিউবার। সম্প্রতি ঢাকা মহানগর পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনি। তার বিরুদ্ধে অভিযোগ—তিনি লাইভে এসে ক্ষমতাসীন দলের বিভিন্ন শাখা সংগঠনকে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে সহিংসতায় উসকানি দেন।


‎ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন গণমাধ্যমকে জানান, আফ্রিদির বিরুদ্ধে তথ্যপ্রমাণের ভিত্তিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তার কাছ থেকে জব্দ করা ডিভাইসে ‘গুরুত্বপূর্ণ ও ভয়ংকর’ তথ্য রয়েছে বলেও জানান তিনি। সেগুলো ফরেনসিক পরীক্ষার মাধ্যমে বিশ্লেষণ করা হবে, যাতে ছাত্র আন্দোলন দমনে কারা কারা জড়িত ছিল, তা বেরিয়ে আসতে পারে।

‎তৌহিদ আফ্রিদির ক্যারিয়ার শুরু হয়েছিল একজন কনটেন্ট নির্মাতা হিসেবে। অল্প সময়েই তিনি হয়ে ওঠেন তরুণদের কাছে পরিচিত মুখ। কিন্তু সম্প্রতি রাজনৈতিক পরিস্থিতি ও ব্যক্তিজীবনের নানা ঘটনায় বিতর্ক যেন তার ছায়াসঙ্গী হয়ে উঠেছে।