অভিষেকেই বাজিমাত ওয়েনের, দুর্দান্ত জয় পেল অজিরা

সোমবার, জুলাই ২১, ২০২৫

ক্রীড়া ডেস্ক: স্যাবাইনা পার্কে অভিষেকেই বাজিমাত করলেন মিচেল ওয়েন। ব্যাটে-বলে দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্যে তিনি হয়ে উঠলেন ম্যাচের নায়ক। ক্যামেরন গ্রিনের সঙ্গে তার বিধ্বংসী জুটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানটান উত্তেজনায় ভরপুর প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে এনে দিল ৩ উইকেটের নাটকীয় জয়।

অভিষেক ম্যাচেই ঝলক দেখিয়েছেন মাইকেল ওয়েন, ২৭ বলে ৬ ছক্কায় ৫০ রান করে হয়েছেন ম্যাচসেরা। অন্যদিকে বল হাতে ক্যারিশমা দেখিয়েছেন বাঁহাতি পেসার বেন ডরশুইস, ৪ ওভারে ৩৬ রানে নিয়েছেন ৪ উইকেট।

স্যাবাইনা পার্কে টস হেরে ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজ দুর্দান্ত শুরু করেছিল। ১৮ ওভার শেষে তাদের সংগ্রহ ছিল ৪ উইকেটে ১৮৩ রান, ক্রিজে ছিলেন আন্দ্রে রাসেল ও শিমরন হেটমায়ার। তখন মনে হচ্ছিল দুই শ ছাড়াবে স্কোর। কিন্তু ১৯তম ওভারে ডরশুইসের দুরন্ত স্পেলে এলোমেলো হয়ে পড়ে স্বাগতিক ব্যাটিং লাইনআপ। তিনি ওই ওভারে তুলে নেন রাসেল, শারফেন রাদারফোর্ড ও জেসন হোল্ডারের উইকেট—চার বলের মধ্যে তিন উইকেট হারিয়ে ছন্দ হারায় ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত তাদের ইনিংস থামে ১৮৯ রানে।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে অস্ট্রেলিয়া। নবম ওভারে ৪ উইকেট হারিয়ে বসে সফরকারীরা। তবে এরপর হাল ধরেন ক্যামেরন গ্রিন ও অভিষেক ব্যাটার ওয়েন। পঞ্চম উইকেটে ৮০ রানের জুটি গড়ে দলকে ম্যাচে ফেরান তারা। দুজনেই তুলে নেন ফিফটি। গ্রিন ৫ ছক্কা ও ২ চারে ৫১ রান করে আউট হন। ওয়েনও ফিফটি পূর্ণ করেন আলজারি জোসেফকে ছক্কা মেরে, যদিও পরের বলেই বাউন্ডারিতে ধরা পড়েন। তখন জয় থেকে মাত্র ১৫ রান দূরে ছিল অস্ট্রেলিয়া। বাকিটা সহজেই টপকে জয় তুলে নেয় তারা, ম্যাচ গড়ায়নি শেষ ওভার পর্যন্তও।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৮৯/৮ (চেজ ৬০, হোপ ৫৫, হেটমায়ার ৩৮; ডরশুইস ৪/৩৪)।

অস্ট্রেলিয়া: ১৮.৫ ওভারে ১৯০/৭ (গ্রিন ৫১, ওয়েন ৫০, মার্শ ২৪; মোতি ২/২৯, হোল্ডার ২/৩২)।

ফল: অস্ট্রেলিয়া ৩ উইকেটে জয়ী।
ম্যান অব দ্যা ম্যাচ: মাইকেল ওয়েন।