মোঃ মোহন আলী।।
ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর শিক্ষার্থীরা বিভিন্ন স্কুল কলেজের দেয়ালেযা গ্রাফিতি চিত্রায়ন ও ছবি আকছেন।
১২ই আগস্ট রাজধানীর বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে। কোটা আন্দোলনকারী শিক্ষার্থী ছাত্র- ও ছাত্রীরা দেয়ালে দেয়ালে ছবি আঁকা,চিত্রায়ণ ও গ্রাফিতি চোখে পড়ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, থেকে শুরু করে মালিবাগ, গুলশান, বনানী, শাহিনবাগ,ফার্মগেট, মিরপুর, মোহাম্মদপুর,ধানমন্ডি, সাইন্সল্যাব, নিউমার্কেট শাহবাগ,সমস্ত এলাকায় ছাত্র- এবং ছাত্রীরা স্কুল, কলেজ, এবং মাদ্রাসার দেয়ালে’আবু সাঈদ,মুগ্ধ, সহ আরো অনেক শহীদদের ছবি আঁকতে দেখা গেছে। তারা আরো এঁকেছেন শিক্ষাপ্রতিষ্ঠান সহ বহু ভবনের দেয়াল,সীমানা প্রাচীর,সড়কদ্বীপ, মেট্রোরেলের স্তম্ভ,উড়ালসড়কের স্তম্ভে গ্রাফিতি,এবং পরিচ্ছন্নতায় ব্যস্ত রয়েছেন শহরের বিভিন্ন রাস্তাঘাট ও প্রতিষ্ঠানের সামনে পড়ে থাকা বর্জ্য,পুলিশ, এবং ট্রাফিকের অনুপস্থিতে রাজধানীর সবগুলো সড়ক নিয়ন্ত্রণ করছেন ছাত্র- জনতা। আমাদের দেশের ছাত্র- এবং ছাত্রীদের অনেক অবদান রয়েছে। ১৯৫২,সালে ভাষা আন্দোলনে শহীদ হয়েছিলেন।সালাম, বরকত, জব্বার, রফিক,সহ আরো অনেকেই তাদের এই আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের বাংলা ভাষা। আরো আন্দোলন হয়েছিল। ১৯৬৯,১৯৭১,১৯৯০,এই সমস্ত আন্দোলনে সবথেকে বেশি অবদান রেখেছেন আমাদের ছাত্র-সমাজ। আমাদের দেশের ছাত্র- এবং ছাত্রীরা যেন পারমাণবিক বোমার চেয়েও শক্তিশালী তারই একটি প্রমাণ দেখিয়েছেন। ২০২৪ সালে তাদের সর্বোচ্চ দিয়ে সমস্ত বাধা অতিক্রম করে তারা বিজয় অর্জন করেছেন।