অর্ধশতক করেই আউট হৃদয়

শনিবার, অক্টোবর ১৮, ২০২৫

ক্রীড়া ডেস্ক: আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজ হওয়ার কথা নভেম্বরে। সেই সিরিজের প্রস্তুতি হয়ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্রই শুরু হওয়া ওয়ানডে সিরিজেই সেরে নেয়ার চিন্তাভাবনা করছে টাইগাররা।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের কালো উইকেটের রহস্যে ব্যাটারদের ফেলতে চাননি ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শেই হোপ। শনিবার সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে তিনি টস জিতে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশকে।

বাংলাদেশ ৩৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১৬ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা অভিষেক হওয়া মাহিদুল অঙ্কন ৪৪ বলে ১৬ রান করেছেন। তার সঙ্গী অধিনায়ক মেহেদী হাসান।

এর আগে নাজমুল শান্ত ৬৩ বলে দুই চারের শটে ৩২ রান করে আউট হয়েছেন। হৃদয় ৯০ বলে ৫১ রান করে আউট হয়েছেন। এর আগে ফর্মে থাকা সাইফ ৩ ও দলে ফেরা সৌম্য ৪ রান করে দলের ৮ রানে আউট হন। সাইফ ইনিংসের দ্বিতীয় ওভারের পঞ্চম বলে ও সৌম্য তৃতীয় ওভারের প্রথম বলে ফিরে যান।

বাংলাদেশ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে মাহিদুল ইসলাম অঙ্কনের অভিষেক করিয়েছে। একাদশে নেই মিডল অর্ডার ব্যাটার জাকের আলী।

বাংলাদেশের একাদশ: সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল শান্ত, তাওহীদ, মাহিদুল অঙ্কন, মেহেদী মিরাজ, নুরুল হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান।